চুল ঝলমলে করতে লেবু ব্যবহারের উপায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/05/18/photo-1558178091.jpg)
চুল ঝলমলে করতে লেবুর রস উপকারী। ছবি : সংগৃহীত
লেবু বহুকাল ধরেই সৌন্দর্য রক্ষায় ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চুল ঝলমলে করতে লেবু বেশ ভালো একটি উপাদান।
লেবুর মধ্যে এসিডিটিক উপাদান থাকার কারণে এটি স্ক্যাল্প ভালোভাবে পরিষ্কার করে পিএইচের ভারসাম্য ঠিক রাখে এবং স্ক্যাল্পের অতিরিক্ত তেল তৈরিতে বাধা দেয়। চুল ঝলমলে করতে লেবু ব্যবহারের উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
উপাদান
১. এক টেবিল চামচ লেবুর রস
২. দুই কাপ পানি
যেভাবে ব্যবহার করবেন
১. দুই কাপ পানির মধ্যে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মেশান।
২. এবার শ্যাম্পু করুন।
৩. শ্যাম্পু করার পর লেবু- পানির মিশ্রণটি চুলের মধ্যে লাগান। কয়েক মিনিট ধীরে ধীরে ম্যাসাজ করুন।
৪. দুই থেকে তিন মিনিট এভাবে রেখে দিন।
৫. এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল ঝলমলে করতে নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।