কুড়িগ্রামে ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপণ দাবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/21/photo-1432215888.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট বাজারের মোতালেব হোসেন চান মিয়া নামের এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি সাদা মাইক্রোবাসে করে চান মিয়াকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফোন করে চান মিয়ার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চান মিয়া উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ওই সাদা মাইক্রোবাসটিতে ছয়-সাতজন যুবক পাগলারহাট বাজারে অবস্থান করে। চান মিয়া তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশে যাত্রা করলে মাইক্রোবাসটি তাঁর পিছু নেয়। বাজার থেকে ২০০ গজ দূরে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের টাওয়ারের কাছে চান মিয়ার গতি রোধ করে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
এদিকে চান মিয়ার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, অপহরণকারীরা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, চান মিয়াকে উদ্ধার করতে পুলিশ তৎপর রয়েছে।
ছবি ক্যাপশন : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট বাজারের অপহৃত ব্যবসায়ী মোতালেব হোসেন চান মিয়া। ছবি : এনটিভি