মমতা আসছেন রাতে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/05/photo-1433483383.jpg)
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার রাতে বাংলাদেশে আসছেন। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতার দমদম বিমানবন্দর ছাড়ার কথা আছে তাঁর।
urgentPhoto
বাংলাদেশ সফরে মমতার সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও বিশেষ সচিব গৌতম সান্যাল। সফরসঙ্গীদের নিয়ে ঢাকার র্যাডিসন হোটেলে থাকবেন মমতা।
ঐতিহাসিক সীমান্ত চুক্তির দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে উপস্থিত থাকবেন মমতা। আগামীকাল শনিবার তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এদিকে, দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকায় আসা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল। গত ২৭ মে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক খবরে বলা হয়েছিল, স্থলসীমান্ত চুক্তিতে সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁর কাজ করেছেন। এর পর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার আর দরকার নেই।
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদনে মমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে এক কর্মকর্তা সে সময় বলেছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে না বলা হয়নি, তাই আমরা বলতে পারি না তিনি যাবেন না।’
২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফর করতে অসম্মতি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে প্রেক্ষাপট পাল্টেছে। মমতার আগমনী বার্তা সে ইঙ্গিতই দিচ্ছে।