সব মুক্তিযোদ্ধার জন্য ১০ হাজার টাকা ভাতা দাবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/17/photo-1434554641.jpg)
৬৫ বছরের ঊর্ধ্বে নয়, সব মুক্তিযোদ্ধার জন্য সমান হারে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতার দাবিতে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা।
আজ বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সদর উপজেলা কমান্ড যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অথচ একটি কুচক্রী মহল সরকারকে বিভ্রান্ত করতে এ ভাতা প্রদানে ৬৫ বছরের শৃঙ্খল পরিয়ে দেয়। যা মুক্তিযোদ্ধাদের বিক্ষুব্ধ করেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।