ভারতীয় সাংবাদিক বললেন, এটা একদিন হওয়ার ছিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/21/photo-1434903404.jpg)
‘চারিদিকে একটা আবহ, বাংলাদেশ কিন্তু সিরিজ নিয়ে চলে যেতে পারে। এটা একদিন হওয়ার ছিল। বাংলাদেশের ক্রিকেটে পেশাদারত্বের ছাপ দেখা যাচ্ছে।’
ভারতের কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার ট্যাবলয়েড ‘এ বেলার’ ক্রীড়া সম্পাদক সুমিত ঘোষ এভাবেই এনটিভিকে এ কথা বলেন। বাংলাদেশ ও ভারত ওয়ানডে সিরিজের খবর জানাতে সুমিত ঘোষ এখন ঢাকায় অবস্থান করছেন।
আজ রোববার মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের এক ফাঁকে সুমিত ঘোষের সঙ্গে এনটিভির কথা হয়।
সুমিত বলেন, ‘আগে দেখা যেত তিনটা ম্যাচের সিরিজে বাংলাদেশ একটা ম্যাচ জিতলেও জানতাম ভারত ২-১ এ জিতবে। কাল যখন এসেছিলাম এখানে, (শেরেবাংলা স্টেডিয়াম) ক্রিকেটারদের অনুশীলন দেখছিলাম, এ জিনিসটা একেবারেই নতুন। এটাই পরিবর্তন। এটা একদিন হওয়ার ছিল। কারণ বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। অনেক ভালো ভালো ছেলে ওঠে আসছে।’
সুমিত বলেন, “প্রথম ম্যাচের পর আমি লিখেছিলাম ‘বাঘের থাবায় সাবাড় ধোনিরা।’ বাঘ এ কারণে বলেছিলাম, সাতক্ষীরা সুন্দরবনঘেরা অঞ্চল। সুন্দরবন আমাদের ওদিকেও আছে। সুন্দরবনের বাঘ একটা বিশাল ব্যাপার। বলা হয় রয়েল বেঙ্গল টাইগার। দুর্ভাগ্যবশত এখন আমাদের (পশ্চিমবঙ্গে) ঋদ্ধিমান সাহা ছাড়া কোনো ক্রিকেটার নেই ভারতীয় দলে। আর এপাড়ের সাতক্ষীরার দুই ছেলে (সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান) খেলছে অসাধারণ। বাংলাদেশ এখন প্রাধান্য বিস্তার করছে খেলায়।”
সুমিত আরো বলেন, ‘এশিয়া কাপে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের কাছে মানসিকভাবে হেরে গিয়েছিল ভারত। তবে মেন্ডিস আন্তর্জাতিক ম্যাচ খুব একটা থাকতে পারেনি। তবে আশা করি মুস্তাফিজ থাকবে। বাঁ-হাতি বোলার এখন তেমন নেই।’