আশুগঞ্জ বন্দর থেকে নৌচলাচল বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/31/photo-1438337299.jpg)
বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় কোমেনের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে আজ শুক্রবার ভোর থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে।
আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে আশুগঞ্জে মেঘনা নদী উত্তাল ও প্রচণ্ড ঢেউ থাকায় আজ শুক্রবার ভোর ৫টা থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ মেনে চলতে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে সব নৌযান মালিক ও শ্রমিককে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ বন্দর নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ বন্দর থেকে আজ কোনো নৌযান ছেড়ে যায়নি। ফলে আশুগঞ্জে শতাধিক নৌকা, কার্গো জাহাজ ও বলগেট আটকা পড়েছে। নৌযান না ছাড়ার ব্যাপারে আশুগঞ্জ বন্দর কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে। তাই আশুগঞ্জ নৌবন্দর থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু করবে বলে হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান।