পাটক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি কান্দা গ্রামের একটি পাটক্ষেত থেকে রুবেল মিয়া (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রুবেল উলুয়াটি গ্রামের কৃষক হাসিম উদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি রুবেল। আজ সকালে কান্দা গ্রামে একটি পাটক্ষেতে তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, রুবেলকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।