ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহাবুবুর রহমান (৩৭) নামের সিঙ্গাপুরপ্রবাসী এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মাহাবুবুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায়। তাঁর বাবার নাম ফজলুর রহমান।
স্বজনদের ভাষ্য, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহাবুবুর। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে জানান, মৃত্যুর বিষয়টি রহ্স্যজনক। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।