উসাইন বোল্টের ‘ডিজি গোল’
উসাইন বোল্ট কীভাবে এত জোরে দৌড়ান, তা চিন্তা করে অনেকেই অবাক হয়ে যান হয়তো। কয়েক দিন আগে বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আবারো তিনটি সোনা জিতে নিয়েছেন জ্যামাইকার গতিতারকা। তবে বিশ্বের দ্রুততম মানব এবার অংশ নিয়েছেন এমন এক ‘ইভেন্টে’, যেখানে তাঁর নিজের মাথাই ঘুরে গেছে বনবন করে!
জাতিসংঘের একটি প্রতিষ্ঠান ‘গ্লোবাল গোলস’-এর আহ্বানে সাড়া দিয়ে বোল্ট সম্প্রতি নেমেছিলেন ‘ডিজি গোল’ প্রচারে। দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। ফুটবল তারকা গ্যারেথ বেল ও থিও ওয়ালকট এবং বলিউড তারকা অক্ষয় কুমারের পর বোল্টও ‘ডিজি গোল’ চ্যালেঞ্জে অংশ নিয়েছেন।
নিয়ম অনুযায়ী, এই চ্যালেঞ্জে একটা বলের ওপর হাত রেখে ১৩ বার ঘুরপাক খেতে হয় অংশগ্রহণকারীকে। তার পর পাশেই রাখা একটা বলে শট দিয়ে পাঠাতে হয় খালি গোলপোস্টে। গোল করতে না পারলে বলতে হয়, ‘আমি গোল মিস করেছি। কিন্তু বিশ্বনেতারা যেন তাদের লক্ষ্য মিস না করেন।’ আর গোল করতে পারলে বলতে হয়, ‘আমি যদি ডিজি পেনাল্টি গোল করতে পারি, তাহলে আমরা সবাই মিলে বৈশ্বিক লক্ষ্যগুলোও পূরণ করতে পারব।’
বলে হাত রেখে ১০ বার চক্কর খাওয়ার পর আর যেন ঘুরতে পারছিলেন না বোল্ট। তবে ১৩ বারই ঘুরতে পেরেছেন শেষ পর্যন্ত। বলে শট মেরে গোলও করেছেন অলিম্পিকে ছয়টি ও বিশ্ব অ্যাথলেটিকসে ১১টি সোনা বিজয়ী। তারপরই অবশ্য শুয়ে পড়েছেন মাটিতে। বেশ কষ্ট করে উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বিশ্বের দ্রুততম মানব বলেছেন, ‘ব্যাপারটা সহজ ছিল না!’