মিনায় পদদলনে জামালপুরের এক হাজি নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/24/photo-1443104344.jpg)
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে বাংলাদেশের এক হাজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হাজির নাম ফিরোজা খানম। তিনি জামালপুরের বাসিন্দা।
এ ব্যাপারে হজ কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘নিহত ফিরোজা খানমের ছেলে খন্দকার মাজহারুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে তাঁর মা পদদলিত হয়ে মারা গেছেন। ফিরোজা খানম তাঁর ছেলের সঙ্গে হজে এসেছিলেন।’
মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেন, ‘তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ তথ্য জানানো হয়নি। এ নিয়ে চূড়ান্ত তথ্য দিবে সৌদি আরব সরকার।’
মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আহত ও নিহত হাজিদের মধ্যে বাংলাদেশি নাগরিক আছে কি না, তা জানার জন্য আমাদের কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন। হতাহত হাজিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আহত হাজিদের অনেকে মারাও যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘সৌদি সরকার হতাহতদের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেবে। এরপরই আমরা বাংলাদেশি নাগরিকদের সম্পর্কেও নিশ্চিত তথ্য পাবো। এর আগে পুরো চিত্রটা পাওয়া সম্ভব হচ্ছে না।’
হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭১৭ হাজি মারা গেছেন।