নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/27/photo-1443368547.jpg)
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার বিকেলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটি হাসপাতালে সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলে, সিংরাজান গ্রামের সোহেল (২২) গত বৃহস্পতিবার তাকে বাড়িতে একা পেয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। কাউকে এ বিষয়টি বললে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। শিশুটি পরদিন তার বাবা-মাকে বিষয়টি জানায়। তারা উন্নত চিকিৎসার জন্য শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অমানবিক ঘটনা মেনে নেওয়া যায় না।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।