নেতানিয়াহুর জার্মানি সফর বাতিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/08/photo-1444321608.jpg)
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জার্মানিতে পূর্বনির্ধারিত সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার জার্মান সরকারের পক্ষে এ খবর জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে সফর বাতিলের সিদ্ধান্তের কথা জানান।
গত সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনি জঙ্গির হাতে চার ইসরায়েলি নিহত হন। আর ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হন এক ফিলিস্তিনি। এ ছাড়া আরো হামাসের পাঁচ সদস্যকে আটক করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ছাড়া দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই।