আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বাইডেন শিবির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/11/11/ap203157080834341jpg.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি না দেওয়ায় ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বাইডেনের ট্রানজিশন টিম। নির্বাচনে জয় পরিষ্কার হওয়ার পর সরকারের স্বাধীন সংস্থা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) বিজয়ী নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করে তাঁর স্বীকৃতি দেন। ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত জিএসএ প্রধান এমিলি মারফি এখনো তা করেননি।
জিএসএ প্রধান একটি চিঠিতে সই করলেই রাষ্ট্রীয় তহবিল, সরকারি দপ্তর এবং সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারবে বাইডেন শিবির। তবে মারফি বলেছেন, কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, বিষয়টি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এ কারণে তিনি বাইডেন শিবিরকে অনুমতি দিতে পারছেন না।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/11/11/capture.jpg)
অন্যদিকে বাইডেন শিবির জানিয়েছে, তারা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। অন্যান্য উপায়গুলো নিয়েও তারা আলোচনা করছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
এর আগে মার্কিন নির্বাচনে ভোট গণনায় কারচুপি এবং জালিয়াতির অভিযোগে মামলা করে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোট গণনা চলছে। এরই মধ্যে শনিবার জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করে মার্কিন গণমাধ্যম। প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনা এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়ার আগে পরাজয় স্বীকার করবেন না বলে জানিয়েছে তাঁর প্রচার শিবির।