নেত্রকোনায় বৈচিত্র্য ও জন উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445821733.jpg)
নেত্রকোনা জেলায় বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজccv (বিয়াস) আয়োজনে বারসিক রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে বৈচিত্র্য ও জন উন্নয়ন শীর্ষক তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
স্থানীয় জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সায়েদ আহমেদ খান বাচ্চুর সভাপতিত্বে রোববার সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন জানমা উপজেলা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র দাস, হাবাদা জনসংগঠনের সদস্য হাওয়া আক্তার, বিয়াস কোর্স সমন্বয়কারী বাহাউদ্দীন বাহার ও বারসিক নির্বাহী পরিচালক সুকান্ত সেন।
দেশের চারটি কৃষিপ্রতিবেশ অঞ্চল উপকূল (সাতক্ষীরা), বরেন্দ্র (রাজশাহী), হাওর ও পাহাড়ি (নেত্রকোনা) এবং সমতল (মানিকগঞ্জ) থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০ জন ছাত্রছাত্রী ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তিন মাসব্যাপী প্রশিক্ষণে তাত্ত্বিক, মাঠকর্ম, প্রতিবেদন তৈরি ও উপস্থাপন, নির্বাচিত গবেষণাপত্র প্রকাশনা বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।
তিন মাসব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আওয়াল চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ রায়, বিয়াসের কোর্স সমন্বয়কারী (মানিকগঞ্জ) বাহাউদ্দীন বাহার ও কোর্স সমন্বয়কারী (উপকূলীয় এলাকা সাতক্ষীরা) শাহীন ইসলাম।
জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার তাঁর বক্তব্যে বলেন, কোনো শিক্ষাই বিফলে যায় না যদি তাঁর সঠিক ব্যবহার হয়। আমি বেসরকারি সংস্থা বারসিককে ধন্যবাদ জানাই এ ধরনের একটা প্রশিক্ষণ কোর্স আয়োজন করার জন্য।