মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ছিটকে নদীতে পড়ে নিখোঁজ ট্রলারযাত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/18/news_munshiganj.jpg)
মুন্সীগঞ্জ সদরের মিরেশ্বরাই এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পণ্যবাহী ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। এ সময় আহত হন পাঁচজন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী মো. জয়নাল (৩৮)। সাঁতরে তীরে উঠতে পারা আহতরা হলেন মো. মনির (৩৫), মো. নাসির (৫৫), মো. আসাদ (৫০), আনোয়ার (৩৫) ও সাদ্দাম (২৮)।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আতিক জানান, ট্রলারে করে সবজি নিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন ছয়জন কাঁচামাল ব্যবসায়ী। পথিমধ্যে একটি নৌযান তাঁদের ট্রলারকে ধাক্কা দিলে তারা নদীতে ছিটকে পড়েন। পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জয়নাল নিখোঁজ হন। তাঁকে উদ্ধার করতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ট্রলারটি পুলিশের জিম্মায় রয়েছে বলে জানান এসআই মো. আতিক।