মুমিনুলের অসাধারণ দ্বিশতক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/02/photo-1446468653.jpg)
সময়টা তেমন ভালো যাচ্ছিল না মুমিনুল হকের। গত জুনে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ৮০ রানের একটি ঝলমলে ইনিংস খেলার পর থেকে আর রানের দেখা পাচ্ছিলেন না। টানা ১১টি টেস্টে অর্ধশতক করা এই বাঁ-হাতি ব্যাটসম্যান ঘরের মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে একবারও ৫০ পেরোতে পারেননি। ঘরোয়া ক্রিকেটেও তেমন সাফল্য পাচ্ছিলেন না। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে এলেন মুমিনুল। জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডে দ্বিশতক করেছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে মুমিনুলের সর্বোচ্চ রান ছিল ১৮১। এটা টেস্টেও তাঁর সর্বোচ্চ ইনিংস। ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ইনিংসটা এসেছিল তাঁর ব্যাট থেকে। সোমবার সেই ইনিংসকে পেছনে ফেলে মুমিনুল খেললেন ২৩৯ রানের এক অসাধারণ ইনিংস। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩২২ বলে গড়ে ওঠা ইনিংসটা সাজানো ছিল ৩৭টি চারে।
মুমিনুলের দুর্দান্ত দ্বিশতকের ওপরে ভর করে তৃতীয় দিন শেষে চট্টগ্রামের প্রথম ইনিংসের স্কোর ৪২৩/৮। এর আগে শাহরিয়ার নাফিস (১৬৮) ও ফজলে মাহমুদের (১৩৩) শতকের সুবাদে বরিশালের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৮৯ রানে। আর মাত্র একদিন বাকি থাকায় ম্যাচটা নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগোচ্ছে।