নরসিংদীতে বিয়ার, ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/11/photo-1447262633.jpg)
নরসিংদীর মাধবদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিয়ার ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জাহাঙ্গীর মিয়া (৪৫), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের আকবর মিয়া (৩২) ও গাজীপুরের কোনাবাড়ি এলাকার কামাল মিয়া (৩৫)।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গাফ্ফার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ি থেকে বিস্কুটের প্যাকেটে করে আনা ৪৮৮ ক্যান বিয়ার মাধবদী বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় কামালকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সকালে মাধবদীর বিরামপুরে অভিযান চালিয়ে ১০০ ইয়াবাসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মাদক, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে।
পরে জাহাঙ্গীরের তথ্য অনুযায়ী দুপুর ২টার দিকে একই এলাকায় পুনরায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে মাধবদীতে আসা এক হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় আকবরকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই মো. গাফফার। তিনি আরো জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়েছে।