জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/17/photo-1571413621.jpg)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের লুটাবর গ্রামের বিন্দু মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৫), চরলুটাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (২৫) ও মাহমুদপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে ইলিম মিয়া (৬৫)।
মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামছুল হুদা খান বলেন, উপজেলার কালীবাড়ি বাজারের মিম বেকারির মালিক মিন্টু তাঁর দুই কর্মচারীকে নিয়ে দোকান পরিবর্তন করছিলেন। সাড়ে ১১টার দিকে মাথায় করে টিন নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তায় থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পষ্ট হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামছুল হুদা খান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে।