নারী ক্রিকেটারদের সিরিজ জয়
পাকিস্তান সফর যতই হতাশায় কাটুক না কেন, ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটাররা অপ্রতিরোধ্য। প্রথম ম্যাচে জয় এসেছিল ৩৫ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেল আরো সহজে, আট উইকেটে। দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের জয়ের ব্যবধান তাই ২-০।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে বড় অবদান জাহানারা আলমের। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম ম্যাচে তিনি ভালো খেলতে পারেননি। তবে বৃহস্পতিবার তাঁর বোলিং তোপে গুঁড়িয়ে গেছেন জিম্বাবুয়ের মেয়েরা।
চার ওভার বল করে দুটো মেডেনসহ মাত্র ১১ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন ডানহাতি পেসার জাহানারা। তাঁর নতুন বলের সঙ্গী পান্না ঘোষও কম যাননি। এক উইকেট পেলেও চার ওভারে মাত্র নয় রান দিয়েছেন তিনি। এক উইকেট পেয়েছেন রুমানা আহমেদও। আর কেউ উইকেট না পেলেও আঁটসাঁট বোলিংয়ে বেঁধে রেখেছেন জিম্বাবুয়ের রানের চাকা। তাই পুরো ২০ ওভার ব্যাট করলেও ছয় উইকেটে ৬৯ রানে থেমে গেছে অতিথিদের ইনিংস। শার্ন মেয়ার্স (২১) ও প্রেশাস মারাঙ্গে (১৬*) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
৭০ রানের লক্ষ্যে পৌঁছাতে তেমন কষ্ট করতে হয়নি বাংলাদেশের মেয়েদের। ওপেনার শারমীন আক্তারের (৫) ব্যর্থতায় শুরুটা অবশ্য ভালো হয়নি। তবে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারালেও আয়েশা রহমান (২৮), শায়লা শারমীন (২৩*) আর রুমানার (১২*) দায়িত্বশীল ব্যাটিং ৪৯ বল হাতে রেখেই জয় এনে দিয়েছে স্বাগতিক দলকে।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন জাহানারা।