সৌদি আরবে ফিলিস্তিনি কবির মৃত্যুদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/20/photo-1448031861.jpg)
ইসলাম অস্বীকারের অপরাধে সৌদি আরবে এক ফিলিস্তিনি এক কবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশরাফ ফায়াদ (৩৫) নামের ওই কবি জেদ্দায় একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় পাবেন তিনি।
কবি আশরাফ ফায়াদ ‘ফিলিস্তিনের বন্ধু’ হিসেবেই পরিচিত। তাঁর দাবি, ধর্মীয় পুলিশ প্রকাশ্যে এক ব্যক্তিকে চাবুক মারছে -এমন একটি ভিডিও পোস্ট করার কারণেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ফায়াদ গার্ডিয়ানকে বলেন, ‘আদালতের রায় শুনে আমি স্তম্ভিত হয়ে পড়েছি। মৃত্যুদণ্ডের মতো কোনো অপরাধ আমি করিনি।’
‘এডজড অব ফায়ার’ নামক একটি চিত্রপ্রদর্শনী আয়োজন বিষয়ক এক ব্রিটিশ-সৌদি সংগঠনের অন্যতম উদ্যোক্তা আশরাফ ফায়াদ (৩৫)। এর আগে ২০১৪ সালে তাঁকে চার বছর কারাদণ্ড ও ৮০০ চাবুক মারার রায় দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন।
ফায়াদের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ আয়োজন করছে মানবাধিকার সংগঠনগুলো।