মার্কিন হামলায় ইরাক-সিরিয়া সীমান্তে পাঁচ মিলিশিয়া নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/28/istock-1162866633-1-1002318-1624849033.jpg)
ইরাক–সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এ হামলায় ইরানসমর্থিত কমপক্ষে পাঁচ মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে।
এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ সোমবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। কমপক্ষে তিনজন আহত হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেসব স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়, তা ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো ব্যবহার করে আসছিল।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/06/28/capture_2.jpg 422w)
এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনিদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে।
পেন্টাগন ইরাকে এ ধরনের হামলার জন্য ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠী খাতাইব হিজবুল্লাহ (কেএইচ) এবং খাতাইব সাইদ আল শুহাদাকে (কেএসএস) দায়ী করেছে।
পেন্টাগন ওই বিবৃতিতে আরও বলেছে, এ হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার বার্তা পাঠিয়েছেন। সেটি হলো আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো আঘাতে এভাবেই প্রতিক্রিয়া দেখানো হবে।