ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/04/2021-07-04t082140z_1801149926_rc2kdo97a3c4_rtrmadp_3_philippine-airplane-crash_2.jpg)
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন দেশটির অন্তত ১০ হাজার মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার তারা এই বিক্ষোভ করেন।
করোনাভাইরাসের টিকা নিয়ে দুর্নীতির অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে। খবর এএফপি ও বিবিসির।
বলসোনারোর বিরুদ্ধে এ নিয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বলসোনারোর ব্যর্থতা নিয়ে পার্লামেন্টারি তদন্তের দাবি জানানো হয়েছে। করোনা সংক্রমণে ব্রাজিলে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
রিও ডি জেনিরোর বিক্ষোভে অংশ নেন চিকিৎসক লিমা মেন্ডেস। করোনাভাইরাসের সংক্রমণে এত বেশি মৃত্যু হওয়ায় ব্রাজিলের সরকারকে দোষারোপ করেন তিনি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/07/04/capture_2.jpg 592w)
লিমা মেন্ডেস এএফপিকে বলেছেন, এই সরকার টিকা নিয়ে ভুল সিদ্ধান্ত, ভুয়া সংবাদ, মিথ্যা তথ্য দিয়েছে। সরকারের দুর্নীতির কারণে ব্রাজিলে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সাও পাওলো, বেলেম, রেসিফাই, মাসিও শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা ‘বলসোনারোর গণহত্যা’, ‘অভিশংসিত বলসোনারো’ এবং ‘টিকাকে হ্যাঁ বলুন’ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।
প্রথম দুই মাসের শুনানিতে পার্লামেন্টারি প্যানেলে বলসোনারো সরকারের দেরিতে টিকা সরবরাহের নির্দেশ, হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো অকার্যকর ওষুধের ব্যবহারকে উৎসাহিত করা, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা না দেওয়া নিয়ে আলোচনা হয়।