অলিম্পিক গেমস
জাপানই শীর্ষ, যুক্তরাষ্ট্রকে টপকে গেছে চীন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/28/licensed-image.jpg)
যুক্তরাষ্ট্রকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন। ছবি : সংগৃহীত
টোকিও অলিম্পিকের ষষ্ঠ দিনের খেলা শেষে পদক তালিকায় শীর্ষেই আছে জাপান। আজ বুধবার তিনটিসহ মোট ১৩টি স্বর্ণ জিতে সবার ওপরে রয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্রকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন। চীনও আজ তিনটি স্বর্ণ জিতেছে।
আজ ষষ্ঠ দিনের খেলা শেষে জাপান ১৩টি স্বর্ণ, চারটি রুপা ও পাঁচটি বোঞ্জ জিতে সবার ওপরে রয়েছে তারা। তাদের মোট পদক ২২টি।
চীন ১২টি স্বর্ণ, ছয়টি রুপা ও নয়টি ব্রোঞ্জসহ মোট ২৭টি পদক জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১১টি স্বর্ণ, ১১টি রুপা ও নয়টি বোঞ্জ জিতে তৃতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। তাদের মোট পদক ৩১টি।
সাতটি স্বর্ণ, ১০টি রুপা ও ছয়টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ হওয়ায় তাদের অ্যাথলেটরা এবার রাশিয়ান অলিম্পিক কমিটি বা রোক নামে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।