প্রত্যাহারের সময়সীমা ৩১ আগস্টের পর বাড়বে না, তালেবানের হুঁশিয়ারি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/23/taliban.jpg)
আফগানিস্তান থেকে বিদেশি সেনাসহ আফগানদের সরিয়ে নেওয়ার বেধে দেওয়া সময়সীমা ৩১ আগস্টের পর আর বাড়াবে না তালেবান। ব্রিটিশস সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানানো হয়।
কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন বিবিসিকে বলেন, ৩১ আগস্টই রেড লাইন। সেনা প্রত্যাহারের সময়সীমা আর বাড়ানো হবে না।
তালেবানের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ডেডলাইনের পরেও সেনা অবস্থানের কথা বলেছেন। এই অবস্থানের মানে হচ্ছে আফগানিস্তানে দখলদারিত্বের মেয়াদ বাড়ানো।
এমনটি করা হলে খারাপ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন।
অন্যদিকে তালেবানের কাছে প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে চাইছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আলোচনার জন্য জি-৭ জোটের নেতাদের বৈঠক করতে চাইছেন বলে জানা গেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/23/taliban_insert.jpg 687w)
গত ১৫ আগস্ট কাবুলের দখল নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বহু আফগান নাগরিক দেশ ছেড়ে যেতে চাইছেন। এজন্য যতই দিন যাচ্ছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানদের ভিড় বাড়ছে।
এদের বেশিরভাগই টানা দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা আফগান এবং তাদের পরিবারের সদস্য।