সুদানে সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ, ‘জড়িত সবাই’ গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/21/sudan-.jpg)
উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ মঙ্গলবার এমনটাই বলা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিকে বিবিসির খবরে বলা হয়, সুদান বলছে, তারা একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং ‘জড়িত সবাইকে’ গ্রেপ্তার করেছে।
সরকারের একজন মুখপাত্র রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীরা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে যুক্ত ছিলেন, যিনি দুই বছর আগে ক্ষমতাচ্যুত হন।
দেশটির সরকারের একটি শীর্ষস্থানীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রীয় গণমাধ্যম ভবন দখল করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/09/21/capture_0.jpg 570w)
সুদানের ক্ষমতাসীন কাউন্সিলের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে একই তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, সুদানের কর্তৃপক্ষ একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
সরকারের মুখপাত্র মোহাম্মদ আল ফাকি সুলেইমান বলেছেন, এই অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী শিগগির একটি বিবৃতি দেবে।
আল জাজিরা টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একদল সেনা এই অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তারা অভ্যুত্থান করতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
সুদান সরকারের একটি সূত্র জানিয়েছে, এই অভ্যুত্থানচেষ্টায় সীমিত সংখ্যক ব্যক্তি জড়িত ছিলেন। তাদের নিয়ন্ত্রণের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।