সিনেমা হল হচ্ছে সৌদি আরবে
সৌদি আরবে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে সিনেমা হল। রোববার দেশটির সিনেমা কমিটি হল নির্মাণের অনুমোদন দিয়েছেন। স্থানীয় পত্রিকা আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
নতুন সিনেমা হলটি স্থাপন করা হবে রাজধানী রিয়াদে। হলটি ইসলাম ও সৌদি আরবের মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ধর্মীয় কারণে এখন পর্যন্ত সৌদি আরবে কোনো সিনেমা হল নেই। যদিও অনেক তরুণই দীর্ঘদিন ধরে হল প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
পৌর নির্বাচনে ১৭ জন নারীর জয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছিল বিশেষজ্ঞ মহল। এর পর পরই সিনেমা হল নির্মাণের এ ঘোষণা এলো।