আশুগঞ্জ সার কারখানা আবার বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/14/photo-1450102419.jpg)
আশুগঞ্জ সার কারখানা। ছবি : এনটিভি
যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন আজ সোমবার বেলা ১১টায় বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ থাকায় প্রতিদিনের মতো ১৪০০ টন সার উৎপাদন বন্ধ হয়ে যায়। যার দাম এক কোটি ৭৫ লাখ টাকা।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম বলেন, সকাল ১১টায় সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি আরো জানিয়েছেন, কারখানা মেরামত করে সার উৎপাদন চালু করতে তিন থেকে চারদিন সময় লাগবে।
এ নিয়ে গত এক মাসে বিভিন্ন সমস্যায় আশুগঞ্জ সারকারখানার উৎপাদন তৃতীয়বারের মতো বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে কারখানায় নিজস্ব ১৬ হাজার টন সার এবং আমদানি করা ২১ হাজার টন সার মজুদ আছে। ফলে কারখানার কমান্ডভুক্ত সাত জেলায় সার সংকটের কোনো সম্ভবনা নেই।