ব্যারিস্টার সুমন একাদশকে হারাল ভৈরব ফুটবল একাডেমি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/14/bhairab-1.jpg)
ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের সঙ্গে ভৈরব ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থা ম্যাচটির আয়োজন করে। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে ভৈরব ফুটবল একাডেমি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/14/bhairab-2.jpg)
খেলার শুরুতে আলোচিত-সমালোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের প্রথম প্রেম ফুটবল। সেই ফুটবলকে একটি চক্র দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে ফুটবলকে রক্ষা করতে হবে। আর এজন্য প্রয়োজন দেশের প্রান্তিক পর্যায়ে ফুটবল খেলার চর্চা বৃদ্ধি করে খেলোয়াড় তৈরি করা। যে খেলোয়াড়রা এক সময় সাফ গেমস, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ম্যাচ জয় করবে, বিশ্বকাপে খেলবে। এ সময় তিনি ভৈরবের ফুটবলের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান দেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/14/bhairab-3.jpg)
খেলা শেষে ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিউল আলম মঈন প্রমুখ।