ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/30/bsl.jpg)
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফাইল ছবি
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিটির সহ-সভাপতি সজীব আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/11/30/sl-update.jpg 687w)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। ১৪ নভেম্বর তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় তার সমর্থকরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়।