বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব
বাংলাদেশসহ এশিয়া এবং ইউরোপের আরও আট দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামাদ এ তথ্য জানান।
এর আগে আরও আটটি দেশ থেকে গৃহকর্মী নেওয়ার কথা বলা হয়। নতুন করে বাংলাদেশসহ আরও আটটি দেশ যোগ হয়েছেন এই তালিকায়। দেশগুলো হলো- বাংলাদেশ, নাইজার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া। সাধারণত এসব দেশ থেকে গৃহকর্মী নিয়ে থাকে সৌদি আরব।
জানা যায়, সম্প্রতি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণের উদ্দেশে নতুন উদ্যোগ নিয়েছে। এ জন্য মুসানেদ লেবার প্রোগ্রাম নামক এক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সে জন্য উল্লেখিত দেশগুলো থেকে গৃহকর্মী নিয়োগ দেওয়া হবে।
সৌদি আরবে কর্মরত শ্রমিকদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ এবং নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তি-ভিত্তিক সম্পর্কসহ এ সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানোর জন্য ওই কর্মসূচি নেওয়া হয়েছে।