স্পেনে বিজয় উৎসব পালিত

গত শনিবার দুপুর ১২টায় স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় উৎসব পালিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দূতাবাসের কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। এ ছাড়া বাইবেল ও গীতা পাঠ করে শোনান শিল্পী প্যারেস ও তাপস দেবনাথ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে দূতাবাসে উদ্যোগে মহান বিজয়ের প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অংশে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পর্যায়ক্রমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান দূতাবাসের হেড অব চেন্সল্যারি হারুন আল রশিদ, কমার্স কাউন্সিলার নাভিদ শাফিউল্লাহ ও প্রথম শ্রম সচিব উইং শরিফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, আমাদের একটি স্বপ্ন ও সাহস নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। নতুন প্রজন্মকে অর্জিত দেশকে আগামীর পথে নিয়ে যেতে দেশপ্রেম ও উপযোগী গড়ে তোলাই হোক আজকের দিনের দৃপ্ত শপথ। তিনি আর বলেন, কারো দয়ায় নয় রক্ত দিয়ে কিনেছি আমরা আমাদের এই দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে জন্ম নেওয়া দেশটি তাঁর মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে এখন দুর্বার গতিতে উন্নত বিশ্বের তালিকার দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না। প্রত্যেকটি সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। হাসান মাহমুদ খন্দকার আরো বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা ছিল বলেই আমরা সহজেই স্বাধীনতা স্বাদ গ্রহণ করছি। পৃথিবীতে এমন অনেক দেশ ও জাতি আছে যারা শুধু নেতৃত্বের কারণে বিলীন হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল ইসলাম, আব্দুর রহমান, এস আই আর রবিন, ফয়জুর রহমান ও দবির তালুকদার।
বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লুৎফর রহমান, ইসলাম উদ্দিন পঙ্কি, মো. জাকির হোসেন, বদরুল ইসলাম, তামিন চৌধুরি, ইব্রাহিম খলিল, ফয়সল আলম ও শ্যামল তালুকদার প্রমুখ।
সভা শেষে স্বাধীনতা আমার স্বাধীনতা ছবি প্রদর্শন করা হয়। সবশেষে অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।