৩৪ মিনিটেই লেনদেন ২২১ কোটি টাকা, উত্থানে সূচক
সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (১০ জুলাই) লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে সকাল ১০টা ৩৪ মিনিট পর্যন্ত ২২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই বলছে, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩০ পয়েন্ট। অপরদিক লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে ডিএসইএক্সের উত্থান হয় ৩৫ দশমিক ৬৫ পয়েন্ট। এসময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছে পাঁচ হাজার ৬৩০ দশমিক ২৯ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক ছয় দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৯ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৬ দশমিক শূন্য সাত পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২১৫টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। কোম্পানিটি লেনদেন করেছে ১৪ কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া সী পার্ল বিচের ১০ কোটি ৭৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৯ কোটি ৪০ লাখ টাকা, বিচ হ্যাচারীর ৯ কোটি ৩২ লাখ টাকা, জেএমআই হসপিটালের সাত কোটি আট লাখ টাকা, সালভো কেমিক্যালের ছয় কোটি ৬১ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের পাঁচ কোটি ২৫ লাখ টাকা, আফতাব অটোমোবাইলসের পাঁচ কোটি ১৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ১৬ লাখ টাকা এবং আইএফআইসি ব্যাংকের চার কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।