সূচকের পতন, লেনদেনও মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৩৫৬ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস বুধবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে।
জানা গেছে, গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪১৩ কোটি এক লাখ টাকা। আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ২৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার মূলধন ছিল ছয় লাখ ৬০ হাজার ৮৬৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৫টির ও কমেছে ২০৪টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮৯টির।
এদিন ডিএসইএক্স ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৬৬ দশমিক ৫৩ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৭৭ দশমিক ২৪ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ছয় দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৩ দশমিক শূন্য তিন পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ দশমিক ৮৪ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ১৭ কোটি ৫৫ লাখ টাকা, এডিএন টেলিকমের ১০ কোটি ৬০ লাখ টাকা, খান ব্রাদার্সের আট কোটি ৯৮ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের আট কোটি ৯৭ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের সাত কোটি ৮৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের সাত কোটি ৫৯ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের সাত কোটি ১৬ লাখ টাকা, ন্যাশনাল টিউবসের ছয় কোটি ৮০ লাখ টাকা ও ড্রাগন সোয়েটারের ছয় কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৩০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ।