আইটির ৯১ শতাংশ কোম্পানির দর বেড়েছে

পুঁজিবাজারে আইটি খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে জোয়ার বইছে। আজ এই খাতের ৯১ শতাংশ কোম্পানির শেয়ারে দর উত্থান হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে আইটি খাতের ১১টি প্রতিষ্ঠান রয়েছে। আজ তার ১০টি কোম্পানির দরই বেড়েছে। এই কোম্পানিগুলো হলো— আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, অগ্নি সিস্টেমস, বিডিকম অনলাইন, ড্যাফোডিল কম্পিউটার, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, ইনটেক, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং আইটি কনসালটেন্টস। এছাড়া এডিএন টেলিকমের দর অপরিবর্তিত রয়েছে।
ইনটেকের এদিন শেয়ারপ্রতি দর বেড়েছে চার টাকা ১০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ১২ কোটি তিন লাখ ২৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা, যা আগের কর্মদিবস ছিল ৪১ টাকা ২০ পয়সা। এদিন ই-জেনারেশনের শেয়ারপ্রতি দর বেড়েছে দুই টাকা ৫০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ২০ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ২৮ টাকা ২০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ২৫ টাকা ৭০ পয়সা। এদিন ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের শেয়ারপ্রতি দর বেড়েছে দুই টাকা ৪০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ১১ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ১০৮ টাকা ৬০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ১০৬ টাকা ২০ পয়সা। এদিন অগ্নি সিস্টেমসের শেয়ারপ্রতি দর বেড়েছে এক টাকা ৪০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৫০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ২৮ টাকা ১০ পয়সা। এদিন ড্যাফোডিল কম্পিউটারের শেয়ারপ্রতি দর বেড়েছে এক টাকা ২০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে দুই কোটি ২৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ৬২ টাকা ২০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৬১ টাকা ৭০ পয়সা।
এদিন জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি দর বেড়েছে এক টাকা ২০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে পাঁচ কোটি ৩২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ২৭ টাকা ৪০ পয়সা। এদিন আমরা টেকনোলজিসের শেয়ারপ্রতি দর বেড়েছে ৭০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ৬৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৭০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ১৫ টাকা। এদিন বিডিকম অনলাইনের শেয়ারপ্রতি দর বেড়েছে ৫০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৩২ টাকা ৮০ পয়সা। এদিন আমরা নেটওয়ার্কসের শেয়ারপ্রতি দর বেড়েছে ৪০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে দুই কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ২১ টাকা ৭০ পয়সা। এদিন আইটি কনসালটেন্টসের শেয়ারপ্রতি দর বেড়েছে ২০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৭ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। এদিন এডিএন টেলিকমের শেয়ারপ্রতি দর অপরিবর্তিত রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে পাঁচ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষে এদিন দর দাঁড়িয়েছে ৮৫ টাকা ১০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৮৫ টাকা ১০ পয়সা।