সূচক পতনেও বেশিরভাগ কোম্পানির দর উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) লেনদেন হয়েছে এক হাজার ৩৩৮ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। এদিন ডিএসইতে সব ধরনের সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৯২৫ কোটি টাকা।
ডিএসইতে শেয়ার বিক্রির চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ বাড়ে। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টা এক মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। পরে সূচকটি পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ১৭ দশমিক ৩৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬১৪ দশমিক ২৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৩ দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৮২ দশমিক ৭৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩০ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে এক হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৭ হাজার ৭৯২ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৯ হাজার ৭১৮ কোটি ৪২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৫টির এবং কমেছে ১৪৫টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি ৪৯ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩১ কোটি ৪৫ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ২৮ কোটি ৫৩ লাখ টাকা, আইটিসির ২৭ কোটি ৩২ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৮২ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।