ডিএসইর প্রধান সূচকের পতন, বেড়েছে লেনদেন

ঈদুল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে আজ রোববার (৬ এপ্রিল) দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে চার পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে দুই হাজার ৭৮৮ কোটি টাকা। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার বিক্রির চাপে ডিএসইতে আজ রোববার লেনদেন শুরুতে প্রধান সূচক পতনে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৪৬ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১৩ দশমিক ৯৬ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২০৫ দশমিক ১৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭ দশমিক ৮২ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৯ দশমিক ৩৪ পয়েন্টে।
ঈদের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) লেনদেন হয়েছিল ৩১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৫০ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৬৫৪ কোটি ৮৪ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি ১৭ লাখ টাকা। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে দুই হাজার ৭৮৮ কোটি ৬৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২৬২টির বা ৬৭ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ১৮ কোটি ২৭ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৫ কোটি ৬০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৪ কোটি ১৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১১ কোটি ৩৭ লাখ টাকা, নাভানা ফার্মার আট কোটি ৮২ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের সাত কোটি ৫৬ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের সাত কোটি ৪৮ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ছয় কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ।