৭৮ শতাংশ কোম্পানির দরপতন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ মঙ্গলবারের (১৩ মে) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৭৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে দাঁড়িয়েছে ৩৪৪ কোটি টাকা। তবে আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে।
আজ লেনদেনের শুরুতে প্রথম চার মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৩ পয়েন্ট। বেলা বাড়ার পর উল্টো গতিতে ফিরে সূচকটি। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৮৭৪ দশমিক ৫৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ১২ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৩ দশমিক ৭৯ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৯৮ দশমিক ৭৪ পয়েন্টে।
আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৫ হাজার ৩৬০ কোটি ২১ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৫২ হাজার ৯২৯ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৪টির এবং কমেছে ৩০৯টির বা ৭৭ দশমিক ৬৪ শতাংশ। দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৫ কোটি ৮৮ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১৪ কোটি ১২ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১৬ দশমিক ৪৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এফবিএফআইএফের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ১০ শতাংশ।