সূচকের উত্থান, ৮২ মিনিটে লেনদেন শতকোটি টাকা

সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (২০ মে) লেনদেন শুরুর এক ঘণ্টা ২২ মিনিট, অর্থাৎ বেলা ১১টা ২২ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১০০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। এসময় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ৪২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২২ পয়েন্ট। পরে শেয়ার কেনার চাপ কমে আসে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২২ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৪ দশমিক ৩৫ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৭৯০ দশমিক ৬৮ পয়েন্টে। আলোচিত সময়ে (লেনদেন শুরুর প্রথম ৮২ মিনিট) ডিএস৩০ সূচক এক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৩ দশমিক ২৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬ দশমিক ৯৫ পয়েন্টে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২১৬টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ছয় কোটি ৩৩ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের চার কোটি ৯৭ লাখ টাকা, স্কয়ার ফামার চার কোটি ২৯ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের দুই কোটি ৪৫ লাখ টাকা, আরডি ফুডের দুই কোটি ২৮ লাখ টাকা, সিটি ব্যাংকের দুই কোটি ১৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের দুই কোটি তিন লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের দুই কোটি দুই লাখ টাকা এবং এনআরবি ব্যাংকে এক কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।