সূচকের উত্থান, লেনদেন ২৯৭ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ মঙ্গলবারের (২০ মে) লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ৭১ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। এদিন লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৪২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৩০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২২ পয়েন্ট। পরে সূচকটি উত্থানে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৮ দশমিক ৭১ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৭৯৫ দশমিক শূন্য চার পয়েন্টে। একইসঙ্গে উত্থান হয়েছে সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭ দশমিক ২৮ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক আট দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮০ দশমিক শূন্য ছয় পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৭১ লাখ টাকার মেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৯ হাজার ৮১৬ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৪৯ হাজার ৯১ কোটি ৭৫ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১১টির এবং কমেছে ১০৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ১৫ কোটি ৮৩ লাখ টাকা, বিচ হ্যাচারির ১২ কোটি ৩৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি ৬২ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ২৬ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ছয় কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ১৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।