সূচকের উত্থান, ৭০ মিনিটে লেনদেন ৮০ কোটি টাকা

সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (২২ মে) লেনদেন শুরুর এক ঘণ্টা ১০ মিনিট, অর্থাৎ বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ৮০ কোটি ২২ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৩ পয়েন্ট। পরে শেয়ার কেনার চাপ কমে আসে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় আট দশমিক ২৩ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৮০৯ দশমিক ৫৫ পয়েন্টে। আলোচিত সময়ে (লেনদেন শুরুর প্রথম ৭০ মিনিট) ডিএস৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮২ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫২ দশমিক ৯৩ পয়েন্টে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৭১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির পাঁচ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলের চার কোটি ৪৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ৭৪ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের তিন কোটি ৩৬ লাখ টাকা, বেঙ্গল ইউন্ডসরের দুই কোটি ৭১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের দুই কোটি ৬৫ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি ১২ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের এক কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।