ডিএসইএক্স সূচক ৫ বছরের মধ্যে সর্বনিম্ন, লেনদেনও কম

নানা অনিয়মে বিনিয়োগকারীদের অনাস্থায় পতনের কবলে দেশের পুঁজিবাজার। আজ রোববার (২৫ মে) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। কমে এদিন সূচকটি দাঁড়ায় চার হাজার ৭৩৬ পয়েন্টে। এটা প্রায় গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৫ কোটি টাকা। ডিএসইর এই লেনদেন গত ৯ মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৮ আগস্ট লেনদেন হয়েছিল এক হাজার ৬০৬ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ২৩৫ কোটি টাকা। অবশ্য গত ৪ আগস্ট লেনদেন হয়েছিল ২০৭ কোটি টাকা। গত ২০২০ সালের ১৮ আগস্ট সূচক ডিএসইএক্স ছিল চার হাজার ৭২০ পয়েন্ট। ধারাবাহিক পতনে আজ সূচক ডিএসইএক্স দাড়িয়েছে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১০ দশমিক শূন্য আট পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৭৩৬ দশমিক ৩৩ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৬ দশমিক ৫৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক চার দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩২ দশমিক ৫৫ পয়েন্টে।
আগের কর্মদিবস শনিবার লেনদেন হয়েছিল ২৭৮ কোটি দুই লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৫১ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫০ হাজার ৫৯২ কোটি ২৬ লাখ টাকা। গতকাল শনিবার মূলধন ছিল ছয় লাখ ৪৮ হাজার ৩৯৩ কোটি ছয় লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০০টির এবং কমেছে ২১৫টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮১টির।