থামছে না পুঁজিবাজারে সূচকের পতন

নানা অনিয়মে বিনিয়োগকারীদের অনাস্থায় পতনের কবলে দেশের পুঁজিবাজার। গত চার কার্যদিবসের মতো আজ মঙ্গলবার (২৬ মে) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। ৪১ দশমিক ২৫ পয়েন্ট কমে এদিন ডিএসইএক্স দাঁড়ায় চার হাজার ৬৭৮ পয়েন্টে। এটা গত চার বছর ৯ মাস ১৫ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬০ দশমিক ৪৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইতে লেনদেন কমেছে। এদিন বাজার মূলধন কমেছে তিন কোটি ৭২২ কোটি টাকা।
বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৮ আগস্ট লেনদেন হয়েছিল এক হাজার ৬০৬ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ২৭২ কোটি টাকা। অবশ্য গত ৪ আগস্ট লেনদেন হয়েছিল ২০৭ কোটি টাকা। গত ২০২০ সালের ১২ আগস্ট সূচক ডিএসইএক্স ছিল চার হাজার ৬৩৩ পয়েন্ট। সেখান থেকে বেড়ে গত ২০২১ সালে ১০ অক্টোবর সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছিল সাত হাজার ৩৬৭ পয়েন্ট। পরে ধারাবাহিক পতন হয়ে আজ সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে চার হাজার ৬৭৮ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৪১ দশমিক ২৫ পয়েন্ট। এদিন ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৪ দশমিক ১৭ পয়েন্টে। ডিএসইএস সূচক আট দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪ দশমিক ৪৩ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হয়েছে ২৭২ কোটি ৭৪ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৬ হাজার ৩৪৪ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৫০ হাজার ৬৭ কোটি ২৩ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৩টির এবং কমেছে ২৩৭টির বা ৬০ দশমিক ৪৫ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।