সিরামিক-সেবা খাতের শতভাগ শেয়ারে দরপতন

পুঁজিবাজারে সিরামিক এবং সেবা আবাসন—এই দুই খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে রয়েছে ভাটা। আজ মঙ্গলবার (১২ আগস্ট) এই দুই খাতের শতভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, পুঁজিবাজারে সিরামিক খাতে রয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। আজ এই পাঁচটির দরই কমেছে। এই কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং সিরামিক, মুন্নু সিরামিক, আরএকে সিরামিকস, শাইনপুকুর সিরামিকস এবং স্ট্যান্ডার্ড সিরামিক। অপরদিক, পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে রয়েছে চারটি প্রতিষ্ঠান। আজ এই চারটির শেয়ার দরই কমেছে। এই কোম্পানিগুলো হলো—ইস্টার্ন হাউজিং, সাইফ পাওয়ারটেক, শমরিতা হাসপাতাল ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
মুন্নু সিরামিক কোম্পানির এদিন শেয়ারপ্রতি দর কমেছে চার টাকা ১০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে চার কোটি ১৭ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ২০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৮৭ টাকা ৩০ পয়সা। এদিন স্ট্যান্ডার্ড সিরামিক কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে এক টাকা ৫০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩১ লাখ ১১ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৮০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৮২ টাকা ৩০ পয়সা। এদিন আরএকে সিরামিকস কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে ৪০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ২২ টাকা। এদিন শাইনপুকুর সিরামিকস কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে ৩০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে এক কোটি ৬৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ১৯ টাকা ৭০ পয়সা। এদিন ফু-ওয়াং সিরামিক কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে ১০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ৫৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ১২ টাকা ৯০ পয়সা।
শমরিতা হাসপাতাল কোম্পানির এদিন শেয়ারপ্রতি দর কমেছে এক টাকা ১০ টাকা। কোম্পানিটির লেনদেন হয়েছে এক কোটি ২৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৬৮ টাকা ৯০ পয়সা। এদিন ইস্টার্ন হাউজিং কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে ২০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে পাঁচ কোটি ৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ৮৫ টাকা, যা আগের কর্মদিবসে ছিল ৮৫ টাকা ২০ পয়সা। এদিন সামিট অ্যালায়েন্স পোর্ট কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে ১০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ৪৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ২৩ টাকা ৮০ পয়সা। এদিন সাইফ পাওয়ারটেক কোম্পানির শেয়ারপ্রতি দর কমেছে ১০ পয়সা। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ছয় টাকা ৮০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ছয় টাকা ৯০ পয়সা।