পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় সূচকের উত্থান

ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টাতেই সূচকের উত্থান হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) উভয় বাজারের সবকটি সূচক বেড়েছে এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বাকি দুটি সূচকও বেড়েছে; শরিয়াহ-ভিত্তিক ডিএসইএস ৫ পয়েন্ট এবং বাছাইকৃত ব্লুচিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট।
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে মোট ২৪৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। এই সময়ের মধ্যে ঢাকার বাজারে ২০০ কোটি টাকারও বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা অব্যাহত আছে। সেখানে সার্বিক সূচক ১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন হওয়া ৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৩০টির এবং ১৩টির দাম অপরিবর্তিত আছে। প্রথম ঘণ্টায় সিএসইতে ১১ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।