ডিএসই : টানা ৬ কর্মদিবস পতনে সূচক

গত পাঁচ কর্মদিবসের মতো আজ মঙ্গলবারও (১২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে হাজার কোটি টাকার বেশি। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৪৪ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ২৮ দশমিক ৬০ পয়েন্ট। দিনশেষে সূচক কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩১৫ দশমিক ৪৪ পয়েন্টে। অপরদিকে,টানা তিন দিন উত্থানের পর গত ছয় কর্মদিবস ধরে সূচক ডিএসইএক্স পতন হয়। গত ছয় কর্মদিবসে ডিএসইএক্সের পতন হয় ২২১ পয়েন্ট। গত ৩ আগস্ট ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৫৩৬ দশমিক ১৪ পয়েন্টে। এর আগে তিন কর্মদিবস সূচকটির উত্থান হয় ২৩৮ পয়েন্ট। গত ২৯ জুলাই ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ২৯৮ দশমিক ৪৬ পয়েন্টে।
আজ ডিএসইএস সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৫২ দশমিক ৫০ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৫১ দশমিক ২৯ পয়েন্টে। আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১০ হাজার ৬৫২ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ ১১ হাজার ৮৩৭ কোটি ৫৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৫টির এবং কমেছে ২২২টির বা ৫৬ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।
আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ৭৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৫ কোটি ৪৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ১৭ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৩ কোটি ছয় লাখ টাকা, হাক্কানি পাল্পের ১১ কোটি ৪৩ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৪১ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।