বিমা খাতের ৭৬ শতাংশ কোম্পানির দর উত্থান

পুঁজিবাজারে বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে আজ জোয়ার। এদিন এই খাতের ৭৫ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার দরে উত্থান হয়েছে। দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। আজ সোমবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে বিমা খাতের ৫৮টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে আজ ৪৪টি বা ৭৫ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এছাড়া শেয়ার দর কমেছে ৯টি বা ১৫ দশমিক ৫২ শতাংশ এবং অপরিবতিত ৫টি বা আট দশমিক ৬২ শতাংশ কোম্পানির।
এদিন শেয়ার দর বাড়ার শীর্ষে অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। একদিনের ব্যবধানে আজ কোম্পানিটি শেয়ারপ্রতি দর বেড়েছে চার টাকা ৫০ পয়সা। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার। শেয়ার দর বাড়ার ২য় অবস্থানে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটি শেয়ারপ্রতি দর বেড়েছে দুই টাকা ১০ পয়সা। লেনদেন হয়েছে ৬৮ লাখ এক হাজার টাকার শেয়ার। শেয়ার দর বাড়ার তৃতীয় অবস্থানে রয়েছে ইষ্টার্ণ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটি শেয়ারপ্রতি দর বেড়েছে এক টাকা ৮০ পয়সা। লেনদেন হয়েছে ২৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার।
এদিন ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি দর বেড়েছে এক টাকা ১০ পয়সা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এক টাকা ১০ পয়সা, রিলায়েন্স ইন্স্যুরেন্সের এক টাকা ১০ পয়সা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের এক টাকা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯০ পয়সা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৮০ পয়সা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮০ পয়সা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮০ পয়সা, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮০ পয়সা, সেনা ইন্স্যুরেন্সের ৮০ পয়সা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭০ পয়সা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭০ পয়সা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭০ পয়সা, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৬০ পয়সা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৬০ পয়সা, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬০ পয়সা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, প্রগতি ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, নিটল ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, মেঘনা ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, পিপলস্ ইন্স্যুরেন্সের ৪০ পয়সা, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪০ পয়সা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪০ পয়সা, ঢাকা ইন্স্যুরেন্সের ৪০ পয়সা, জনতা ইন্স্যুরেন্সের ৪০ পয়সা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩০ পয়সা, রূপালী ইন্স্যুরেন্সের ৩০ পয়সা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩০ পয়সা, সিকদার ইন্স্যুরেন্সের ৩০ পয়সা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২০ পয়সা, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২০ পয়সা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২০ পয়সা, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ২০ পয়সা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২০ পয়সা, এশিয়া ইন্স্যুরেন্সের ২০ পয়সা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০ পয়সা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০ পয়সা এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০ পয়সা।
অপরদিকে আজ শেয়ার দর কমার শীর্ষে উঠে এসছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। একদিনের ব্যবধানে আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই টাকা ৩০ পয়সা। লেনদেন হয়েছে ১১ কোটি ৫১ লাখ ৪৮ হাজার টাকা। কমার ২য় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই টাকা ২০ পয়সা। লেনদেন হয়েছে এক কোটি ৭০ লাখ ১২ হাজার টাকা। এদিন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি দর কমেছে এক টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এক টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭০ পয়সা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫০ পয়সা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫০ পয়সা এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের ৩০ পয়সা।
আজ শেয়ার দর অপরিবর্তিত রয়েছে পাঁচ কোম্পানির। এগুলো হলো—এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।