সূচকের পতন, লেনদেন হাজার কোটি টাকার নিচে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবারও (২৭ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাড়ে পাঁচ পয়েন্ট। কমে এদিন লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে আসে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। তবে আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৪৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টা ৫৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন ১৯ পয়েন্ট। পরে লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয়েছে পাঁচ দশমিক ৫১ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪৩ দশমিক ৩১ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক সাত দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১৬ দশমিক ১৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৮ দশমিক ৭২ পয়েন্টে।
আজ বুধবার লেনদেন হয়েছে ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আজ মঙ্গলবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১২ হাজার ৯৭৪ কোটি ৮০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ৪২২ কোটি ৯৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৮টির এবং কমেছে ১৭৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ১৮ কোটি ৮১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৪১ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৬ কোটি ৮২ লাখ টাকা এবং সিনোবাংলার ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।