ডিএসই : সূচক উত্থানে লেনদেন বেড়ে ১২৭৮ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। এদিন লেনদেন বেড়ে ১২৭৮ কোটি টাকায় চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
আজ শেয়ার কেনার চাপে ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ১৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ২৬ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার গতি কমে আসে। এতে লেনদেন শুরুর প্রথম ৪৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান দুই পয়েন্ট। পরে শেয়ার কেনার গতি ফের বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৭ দশমিক ১৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬২০ দশমিক ৯১ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ছয় দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৫ দশমিক ১১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক আট দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ দশমিক ১৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে এক হাজার ২৭৮ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৮ হাজার ৫৫৫ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৭ হাজার ৩৫০ কোটি ৮৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২০টির এবং কমেছে ১৩১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ৩৯ কোটি ৩৪ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩২ কোটি ৯১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩২ কোটি ৮৯ লাখ টাকা, আইটির ২১ কোটি ৭৭ লাখ টাকা এবং রবির ২০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমায় শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৮২ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনটেকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।