অনেক দিন পর তাইজুলের দারুণ সাফল্য
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। হারের সম্ভাবনা প্রবল। তবে দলের এই খারাপ সময়ে আজ রোববার দারুণ সাফল্য পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
তাইজুল ২০১৪ সালের পর বিদেশের মাটিতে বল হাতে আবার পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। নিজের ৩৩তম ম্যাচে অষ্টমবার পাঁচ উইকেট নিলেন তাইজুল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম, বিদেশের মাটিতে এটি দ্বিতীয় সাফল্য।
২০১৪ সালের সেপ্টেম্বরে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাইজুলের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি।
এরপর বিদেশের মাটিতে ১১ টেস্ট খেললেও, পাঁচ উইকেট শিকার করতে পারেননি তাইজুল। তবে দেশের মাটিতে ২১ ম্যাচে ছয়বার পাঁচ উইকেট নেন তিনি।
অবশেষে বিদেশের মাটিতে দীর্ঘ দিন পর এই সাফল্য পেলেন তাইজুল। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ১৯.২ ওভার বল করে ৭২ রানে ৫ উইকেট নেন তিনি।
২০১৮ সালের নভেম্বরে সর্বশেষ পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল। ১৬ ইনিংস পর টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট পকেটে পুরেছেন তাইজুল।