আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে লরিয়াসের মঞ্চেও সেরা মেসি

২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে লিওনেল মেসির। যার নামে দেশকে ট্রফি না জেতানোর অভিযোগ ছিল তিনি এই বছরে একে একে আর্জেন্টিনাকে জিতিয়েছেন তিনটি ট্রফি। এর মধ্যে কাতার বিশ্বকাপ জয় মেসিকে এনে দিয়েছে বিশ্বসেরার অমরত্ব। যার ভেলায় ভেসে মেসি এবার জিতলেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড।
ফ্রান্সের প্যারিসে গতকাল সোমবার (৮ মে) রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। যেখানে পুরুষদের কাতারে সেরা ফুটবলার হয়েছেন মেসি। নিজের ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ক্রীড়াঙ্গনের সম্মানজনক এই পুরস্কার জিতেছেন মেসি।
নারী বিভাগের বর্ষসেরা হয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। আর বর্ষসেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মেসি নিজে ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে দুটোতেই জিতেছেন এই পুরস্কার। যেটা ক্রীড়া বিভাগে প্রথমবার ঘটল। এর আগে ব্যক্তিগত ও দলীয়ভাবে কেউ জেতেনি এই পুরস্কার।
ক্রীড়াঙ্গনের সম্মানজনক এই পুরস্কার জিতে মেসি বলেছেন, ‘এই পুরস্কার বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা ২০২১ সালে এখানে আসার পর আমাদের সাদরে গ্রহণ করেছে। আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও। এর কিছুই আমি একা অর্জন করতে পারতাম না। এদের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ।’